বাগাতিপাড়ায় জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

বাগাতিপাড়া প্রতিনিধি: ‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল।

সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় দ্বিতীয় দিনের মতো রোববার প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের মোট ৫০ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। সেখানে প্রোগ্রামিং গেম সর্ম্পকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্বোধনকালে সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ইউপি চেয়্যারম্যান মজিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, প্রধান শিক্ষক দীল আফরোজা প্রমুখ।

স/শা