বাগাতিপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষ্যে ‘জবাব চাই’ ও ‘ উন্নয়নের চোরাবালি’ নামের দুটি গণ নাটক মঞ্চস্থ হয়েছে।

শনিবার রাতে যোগীপাড়া এলাকায় ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থার আয়োজনে উপজেলার ক্ষিদ্র মালঞ্চি সাংস্কৃতিক দল এ নাটক দুটি মঞ্চস্থ করে।

এর আগে বেলা সাড়ে ৫টায় যোগীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত এক ভূমিহীন সমিতির ইউনিয়ন কমিটির সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিজেরা করি’র আঞ্চলিক সমন্নয়ক তপন কুমার সরকার, ইসমাইল হোসেন, মিরা খাতুন, অর্চনা রানী, আলতাব হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার। এ দেশে তথ্য জানার অধিকার মানুষের অন্যতম মৌলিক ও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। শেষে দুটি সাংস্কৃতিক দলে গণ সঙ্গীত পরিবেশনও পরিবেশন করে।