বাগাতিপাড়ায় অটোস্ট্যান্ড থেকে অবৈধ দোকান উচ্ছেদ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অটোস্ট্যান্ডে অবৈধভাবে দোকান স্থাপন করায় তা উচ্ছেদ করেছেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল। অটো চালকদের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে দয়ারামপুর বাজারে এক উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে দোকান-পাট উচ্ছেদ করা হয়।

অটো চালক সমিতির ক্যাশিয়ার আরশেদ আলী জানান, দয়ারামপুর হতে মালঞ্চি এবং আব্দুলপুর অভিমুখের অটোগুলো দয়ারামপুর বাজারের নির্ধারিত অটোস্ট্যান্ডে রাখা হয়। কিন্তু ওই স্থানে সম্প্রতি অবৈধভাবে ইয়াকুব আলী নামের মাংস ব্যবসায়ী মাংস বিক্রির এবং ফিরোজ আলী ফল বিক্রির দোকানপাট স্থাপন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করা হলে বুধবার দুপুরে ইউএনও ওই দোকানগুলো উচ্ছেদ করেন।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, অটো সমিতির অভিযোগের প্রেক্ষিতে দোকান মালিকদের দোকান সরানো নির্দেশ দিলেও তা অমান্য করায় উচ্ছেদ করা হয়েছে।

স/অ