শুক্রবার , ১৮ আগস্ট ২০১৭ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় ২ হাজার বানভাসী মানুষ পেলো ত্রাণ

Paris
আগস্ট ১৮, ২০১৭ ১০:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাগমরার বন্যাকবলিত সোনাডাঙ্গা ইউনিয়নের চারটি গ্রামের ২ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তি গতভাবে এই ত্রাণ বিতরণ করেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে এলাকার মানুষের দুদর্শার কথা চিন্তা করে তিনি এ উদ্যোগে গ্রহণ করেন।

বিকেলে বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় বানভাসীদেরে চিড়া, গুড়, খাবার স্যালাইন, চাল, ডাল, তেল, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ওষুধ বিতরণ করেন।

বানভাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাগমারায় বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারী সাহায্য না পেলেও আমি নিজে তাদের সাহায্য করবো। বন্যা কবলিত এলাকার একজন মানুষও খাদ্য, চিকিৎসা, ওষুধের অভাবের মারা যাবে না।

তিনি আরো বলেন বন্যা কবলীত কৃষক, ব্যবসায়ীসহ সকলস্তরের মানুষের তালিকা করে তাদের যথাসাধ্য ক্ষতি পুরণের চেষ্টা করা হবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, ভাবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক, ইউপির সাধারণ সম্পাদক কাঞ্চন রায়, কাচারী কোয়ালিপাড়া ইউপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজাসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ

 

সর্বশেষ - রাজশাহীর খবর