বাগমারায় রাস্তা ঢালই কাজের উদ্বোধন

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় শংকরপৈ মোড় হতে শংকরপৈ উচ্চ বিদ্যালয় এবং শংকরপৈ মোড় হতে সৈয়দপুর আবুল কালাম আজাদের বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার হেরিং বোন্ড রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শংকরপৈ গ্রামে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। রাস্তাটির নির্মান কাজের উদ্বোধন উপলক্ষ্যে আ’লীগ নেতা মাস্টার শ্যামল কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বন কর্মকর্তা জোনাব আলী, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান প্রমুখ।

শংকরপৈ মোড় হতে শংকরপৈ উচ্চ বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার হেরিং বন্ড রাস্তা নির্মানে ব্যয় হচ্ছে ৫৪ লাখ টাকা। অপরদিকে ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে শংকরপৈ মোড় হতে সৈয়দপুর আবুল কালামের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার হেরিং বন্ড রাস্তার কাজ চলছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায় ।

স/অ