বাগমারায় রাস্তার উদ্বোধন করলেন এমপি এনামুল হক

ববাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ড প্রকল্পের আওতায় ২.৫ কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা আমতলী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদ্য সমাপ্ত রাস্তাটির উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম,

উপজেলা আ’লীগের সদস্য আবুল কালাম আজাদ, লোকমান আলী, রহিদুল ইসলাম, কাজের ঠিকাদার আলহাজ্ব আব্দুস সামাদ, আসাদুজ্জামান, মাজেদুর রহমান, আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, ইউনিয়ন কৃষক নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উত্তর একডালা মাদ্রাসার অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। আমতলী মোড় হতে চকমহব্বতপুর সালামের বাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার হেরিং বোন বন্ড রাস্তা তৈরিতে ব্যয় হয়েছে ৯৩ লাখ ১৩ হাজার ৬৮৭ টাকা। রাস্তাটি বাস্তবায়ন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

 

স/আ