বাগমারায় মাসব্যাপী বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চ মাস ব্যাপি নানা দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে তাৎপর্যপূণর্ মার্চ মাসের বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দিবসগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ রয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ, ৮ মার্চ নারী দিবস, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস, ১৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘটা করে উদযাপন করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, চেয়ারম্যান আয়েন উদ্দীন, মবকুল হোসেন, মনিরুজ্জামান রুঞ্জু, মকলেছুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান,সহকারী বরেন্দ্র প্রকৌশলী রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা আল আমিন,বিআরডিবি কর্মকর্তা আমাতুল হাকিম, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুব হাসান, বন কর্মকর্তা জোনাব আলী প্রমুখ।

স/শা