বাগমারায় মারপিটের অভিযোগে একজনের তিন বছরের সাজার রায়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় মারপিটের অভিযোগে একজনের তিন বছরের সাজার রায় দিয়েছে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বাঘা উপজেলার নন্দনপুর গ্রামের আ. গাফফারের ছেলে কোরবান খামারুকে তিন বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। একই মামলায় একই গ্রামের মীরজানের ছেলে আ. আলিমকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

হাসুয়া, লোহার রড ও লাঠি দিয়ে মারপিটের অভিযোগ এনে ২০১৮ সালের মাঝামাঝিতে মামলাটি করেন নন্দনপুর গ্রামের রেজাউল করিম। রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এদিকে, মাদকের একটি মামলায় সাক্ষ্য দিয়েছেন বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আ. রাজ্জাক।

২০১৮ সালে বাগমারায় মাদকের একটি মামলা দায়ের করা হয়। সেখানে তিনজনের বিরুদ্ধে নিজ বাড়িতে ২০ পিস ইয়াবা রাখার অভিযোগে মামলাটি দায়ের হয়। সেই মামলায় সোমবার আসামিদের উপস্থিতিতে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আ. রাজ্জাক।

অন্যদিকে, দুর্গাপুর পল্লী উন্নয়নের ৯ সদস্যের বিরুদ্ধে করা মামলায় প্রত্যেককে খালাস দেয়া হয়। রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ৬ জুন সংগঠনের সভাপতি, সচিব ও সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে বেতন ভাতার জন্য মামলাটি করেছিলেন অবসরপ্রাপ্ত প্রধান পরিদর্শক মো. বদরুল ইসলাম।

 

স/শা