সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় ও বরণ উপলক্ষে দোয়া 

Paris
জানুয়ারি ২৭, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় নন্দনপুর মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ও এক শিক্ষককের বিদায় উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভার শেষে দোয়ার আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল জব্বার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপাধ্যক্ষ আব্দুুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শাহিন আলম, ছাত্র অভিভাবক মকছেদ আলী, নুর মোহম্মাদ প্রমুখ।

বক্তারা বিদায়ী শিক্ষক ফয়েজ উদ্দিন আহম্মদের দীর্ঘ দিনের প্রতিষ্ঠানিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করে মূল্যবান বক্তব্য রাখেন। এসময় এক হৃদয় বিদারক অবস্থার দৃশ্য অবতরণ হয়।

এক পর্যয়ে শিক্ষক ও ছাত্রীদের অঝরে নয়নে অশ্রু নেমে আসে। পরে বিদায় দাখিল পরীক্ষার্থী ও বিদায় শিক্ষকের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর