বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রনালয়াধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভার অংশ হিসেবে বাগমারার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান শিক্ষক আহসান হাবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি বাবু অনিল কুমার সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ খালেক মল্লিক, অবঃ মাওঃ এবিএম আঃ জব্বার,সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান, প্রবীন ব্যক্তি আহাদ আলী সরদার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইয়াদ আলী ও গোলাম রহমান,সদস্য আফজাল হোসেন। মাস্টার নজরুল ইসলামের পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

unnamed copy
এদিকে কর্মসূচীর অংশ হিসেবে মচমইল ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন এমপি ইঞ্জিঃ এনামুল হক। সহকারী অধ্যাপক মালেক মেহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল আজিজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,সাহেব আলী,হজরত আলী,প্রভাষক রফিকুল ইসলাম, আঃ মমিন,শাহীনুর বেগম,মাহাবুবুর রহমান,মরিয়ম বেগম,ওবাইদুর রহমান,আবু ইসাহাক,হাবিবুর রহমান শিক্ষার্থী আরমান,ফিরোজ ইসলাম,রওনক জাহান।

 
এছাড়াও মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলী হাসান শেখ,সহকারী প্রধান শিক্ষক আঃ মজিদ শেখ,শিক্ষক আমিনুল ইসলাম, মোজাম্মেল হক,গিয়াস উদ্দীন,বিধান চন্দ্র,নিভা রানী দাস জেসমিন সুলতানা,নার্গিস প্রমুখ।

স/অ