বাগমারায় বাল্যবিবাহ বন্ধে মনিমুক্তা প্রদর্শন

বাগমারা প্রতিনিধি:
কন্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ বন্ধের নাটক মনিমুক্তা প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বাগমারা উপজেলার মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১ টায় ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠানটি পরিবেশন করা হয়।

 
আহাদ আলী সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা শিক্ষা অফিসার আঃ জব্বার, উপজেলা ইউআরসি ইনস্টাকটর মোহাঃ তৌহিদুর ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ মজিদ, খলিলুর রহমান, রবিউল ইসলাম,অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী রেবতী মোহন প্রাং,ম্যানেজিং কমিটির সভাপতি মেম্বার আসাদুর রহমান, সদস্য আঃ মজিদ শেখ, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার,অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ওসমান গনি। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/মি