বাগমারায় ফুটবল টুর্নামেন্টের ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের খেলা ‘খ’ অঞ্চলের উপজেলার ৩টি ভেনুতে ৩য় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মঙ্গলবার উপজেলার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কর্ণিপাড়া-সাদোপাড়া মাদ্রাসা ১-০ গোলে সাইপাড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। এছাড়া ১০টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ২য় খেলায় সাদোপাড়া-চাইপাড়া উচ্চ বিদ্যালয় ২-০ গোলে গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার কাছে পরাজিত হয়। অপরদিকে তাহের একডালা মাঠে অনুষ্ঠিত খেলায় মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়।

সকাল ১০টায় বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩য় রাউন্ডের খেলার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত বাগমার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন সরদার, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক মুকুল হোসেন, গোপালপুর মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ হেল বাকি, মাওলানা রেজাউল করিম, রেজাউল হক, মাওলানা মুনছুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, ক্রীড়া শিক্ষক হাফিজুর হাসান প্রমুখ।

এ সময় খেলার রেফারিরদায়িত্ব পালন করেন জামলই দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান।