বাগমারায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন (সি আর পি) কেন্দ্রের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) ও ডিএফ আইডি’র সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রতিবন্ধী পরিষদের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকার সাভারের সি আর পি’র প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার লুবনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বেসরকারী সংস্থা আত-তিজারার চেয়ারম্যান আব্দুল হালিম, প্রানী সম্পদ কর্মকর্তা কুতুবী রাব্বানী জুয়েল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, প্রতিবন্ধী সংস্থার সহসভাপতি শামীম আহম্মেদ, সাধারন সম্পাদক বাবুল উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা জোসনা খাতুন ও জুলেখা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সংবাদকর্মী ও প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেন।

স/শা