বাগমারায় পুলিশের সহায়তায় বৃদ্ধা মায়ের আশ্রয়

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় এক বৃদ্ধা মা খাবার ও আশ্রয়ের স্থান না পেয়ে পথে পথে ঘুরছিলেন। অবশেষে বাগমারা থানার পুলিশের সহায়তায় আশ্রয় ও খাবার ব্যবস্থা পেলেন। এ অবস্থায় আশ্রয়প্রাপ্তা বৃদ্ধা মা ও এলাকাবাসী বেশ খুশি হয়েছেন।

জানা গেছে, উপজেলার বালানগর গ্রামের মৃত সমসের আলীর বিধবা স্ত্রী রহিমা বিবি। তার দুই ছেলে রফিকুল ইসলাম ও মফিজ উদ্দিন। স্বামী মারা যাবার সময় যতটুকু সম্পদ ছিল তা দিয়ে রহিমা বিবি গরু-ছাগল পালন করে সংসার চালাতেন। বাঁকি ছেলেরা সম্পত্তি অংশ খায়। ছেলেরা বড় হলেও তার মাকে তেমন দেখা শুনা করতেন না। সম্প্রতি তার দুই ছেলের বিবাদের কারণে মাকে বাড়ি ছাড়ার অবস্থায় পড়তে হয়। ছেলেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে, মাকে কোন রকম দেখা শোনা করে না। এমনকি রান্নাঘরের ব্যবস্থা তারা না করে উল্টো ভেঙে ফেলে। মাকে বিতাড়িত করার একটি ষড়যন্ত্র করে। সামাজিকভাবে অনেকে এগিয়ে এলেও কোন ভাবে দুই ভাই পাত্তা দেয় না। এ বিষয়ে একাধিকবার দেন দরবার হলেও কোন কাজ হয় না।

স্থানীয়দের পরামর্শক্রমে রহিমা বিবি বাগমারা থানায় অভিযোগ করলে থানার পুলিশ এএসআই আলতাফ হোসেন গ্রামের মাতাব্বরদের সহযোগীতায় থানায় বৃদ্ধার আশ্রয় ব্যবস্থা নেয়। গত সোমবার রাতে এক বৈঠকে দুই ছেলের কাছ থেকে মাসে পাঁচ শত টাকা ও ৮ কেজি করে চাল দেয়ার প্রতিশ্রুতি ব্যবস্থা করে দিয়ে বৃদ্ধা মায়ের দুরাবস্থা দুর করেছেন।

স/শা