বাগমারায় পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় থানা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির উদ্বোধন করা হয়।
বাছাই পর্বের ১ম রাউন্ডের খেলায় উপজেলার ১৬টি ইউনিয়নের একটি করে দল অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৮টি ইউনিয়নকে বাছাই করা হয়।

বাছাইকৃতরা হলো- গোবিন্দপাড়া, শুভডাঙ্গা, শ্রীপুর, বাসুপাড়া, হামিরকুৎসা, কাচারী কোয়ালীপাড়া, গনিপুর এবং গোয়ালকান্দী ইউনিয়ন। বাছাই পর্বে যারা জয়লাভ করেছে তারা রোববার দ্বিতীয় পর্বে খেলার নিশ্চিয়তা পেয়েছে।
খেলাটি পরিচালনা করেন বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সহকারী পরিচালক ছিলেন আফজাল হোসেন, বজলুর রশিদ এবং হামিদুজ্জামান মুকুল।

খেলাটির উদ্বোধন করেন বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বড় বিহানলা ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, বাগমারা পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই মনিরুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল খালেক, মনিরুজ্জামান, ইউনিয়ন সদস্য আব্দুস সোবহান প্রমুখ।

স/শা