বাগমারায় নতুন বই বিতরণ উৎসব

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা। বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরে নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীরা আনন্দিত। বেলা ১১টার পর থেকে স্কুল হতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ আর খুশিতে বাড়ি ফিরতে দেখা গেছে।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজলা সদর ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির হিসেবে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বাগমারা থানার ওসি তদন্ত মিজানুর রহমান, অধ্যক্ষ হাতেম আলী, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মটরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া যথাসময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা করে নতুন বছরেরর জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। উপজেলার গোপালপুর ইসরামিয়া আলিম মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলী বলে, বিনা মূল্যে নতুন বই পেয়ে বেশ ভালো লাগছে।

 

স/শা