বাগমারায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মৎস্য অফিসার রবিউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলান, একাডেমিক সুপারভাইজার ড. মুহাঃ আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল শরিফ প্রমুখ।

উপজেলা বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ টি স্টল স্থান পায়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিরা স্টল পরিদর্শন করেন। বিকাল ৫ টায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি ঘটে।

এস/আই