শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় জামায়াতের সমর্থক সন্দেহে ইউপি সদস্য আটক

Paris
ডিসেম্বর ৮, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের এক ইউপি সদস্য নুর মোহম্মাদ (৫২)। আজ শনিবার ভোর রাতে তাকে জামায়াত সমর্থক সন্দেহে বাগমারা থানা পুলিশ আটক করেছে।

একই অভিযোগে গত এক সপ্তাহ আগে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সিরাজ উদ্দিনসহ দুই জনকে পুলিশ আটক করে।

এছাড়া গত মঙ্গলবার জামায়াতের সমর্থক সন্দেহে পুলিশ হাটগাঙ্গোপাড়া কারিগরি কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামকে আটক করেছে। শনিবার ভোর রাতে বাগমারা থানা পুলিশ উপজেলার নিমপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইউপি সদস্য নুর মোহম্মাদকে নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়েছে।

এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সন্ত্রাস দমন আইনে নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নুর মোহম্মাদকে আটক করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সন্দেহমূলক একের পর এক জামায়াত নেতাকে আটক করায় বাগমারায় অতি সাধারনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর