বাগমারায় জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের সমাবেশ   

হাট গাঙ্গোপাড়া প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার গ্রাম পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় বেতন স্কেলের দাবিতে গ্রাম পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নরদাশ ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা গ্রাম পুলিশের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আঃ রহিম এর সভাপতিত্বে ও নরদাশ ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গ্রাম পুলিশের সভাপতি মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রশিদ,গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বাবু বিজন সরকার, দ্বীপপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান,নরদাশ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান,জেলা গ্রামপুলিশের সাধারন সম্পাদক কফিল উদ্দিন,বাগমারা উপজেলা গ্রামপুলিশের সাধারন সম্পাদক আঃ রহিম, এছাড়াও উপস্থিত ছিলেন নরদাশ ইউপি সদস্য রফিকুল ইসলাম(রফিক),মোকলেছুর রহমান (মুকু) সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় গ্রামপুলিশের বিভিন্ন দাবি তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে বাংলাদেশের প্রায় ৪৭০০০ গ্রামপুলিশ দের  ১৯,২০ কোডের জাতীয় বেতনের দাবি আদায়ের লক্ষে  এক সাথে কাজ করার আহ্বান করা হয়।
স/অ