বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বাগীচাপাড়া, রামরামা হাজরা পুকুর গ্রামের ৬৫ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গোয়ালকান্দি মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম কার্যকরী কমিটির সদস্য বকুল খরাদী, বাগমারা জোনাল অফিসের এজিএম রথীন্দ্রনাথ বসাক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুস সোবহান, রাজু মোল্লা, শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। বিদ্যুৎ অফিস সূত্রে জানাগেছে ১.৬৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ চত্ত্বরে বাগমারায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ