বাগমারায় করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে সিরাজউদ্দীন ফকির (৫২) নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার(৩০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।

সিরাজউদ্দীন যোগীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক। সে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুল ইসলাম সোহাগের চাচাত বড় ভাই।

মাজেদুল ইসলাম সোহাগ জানান, গত ২৮ জুন সিরাজউদ্দীন জ্বর,সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় সিরাজউদ্দীন ফকিরের।

মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ।

স/রি