বাগমারায় উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় নতুন প্রজম্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানার উদ্দেশ্যে সরকারী নির্দেশে ‘বিজয় ফুল উৎসব’ এর জন্য উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরি ও গল্প, কবিতা দেশাত্ববোধক গান, অভিনয়সহ জাতীয় সঙ্গিত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সরকারী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী (স্কুল, কলেজ ও মাদ্রাসা) পর্যন্ত সাড়ে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় বিভিন্ন স্তরে যোগ দেয়।

সকাল ১০টায় উপজেলা সদর ভবানীগঞ্জ অনুষ্ঠিত উপজেলা পরিষদ অডিটরিয়াম ও ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় একই সময়ে পৃথকভাবে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদর হাসান, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত, জনস্বাস্থ্য অফিসার আল আমীন, সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমান, রবিউল হাসান, ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার উপধ্যায়, শিক্ষক মুনসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগীতায় বিজয় ফুল তৈরিতে খ গ্রুপে প্রথম স্থান অধিকার করে উপজেলার গুনিয়া ডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ইবাত তাসলিমা, দ্বিতীয় বানসিপাড়া উচ্চ বিদ্যালয়ের দিঘী মনি, ৩য় ভবানীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মাহিজীবন মৌ। এছাড়া অন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সংখ্যায় বেশী হবার কারণে নির্বাচিতদের ফলাফল নির্ধারণ শেষ হয়নি।

 

স/শা