বাগমারায় ইটভাটা ও স মিলে ভ্রাম্যমাণ অভিযানে লক্ষাধিক জরিমানা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় অবৈধ ও অপরিকল্পিত ইটভাটা নির্মাণের অভিযোগে ১১টি ইটভাটা ও ১টি স মিলে অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব আদায় করা হয়।

বুধবার রাজশাহী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান এ অভিযান চালান।

খোঁজ নিয়ে জানা যায়, বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ব্যবসার নামে পরিবেশ দূষণ অব্যাহত রেখেছে একটি মহল। এরই ধারাবাহিকতায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ১১টি ইটভাটা ও ১টি স মিলে অভিযান চালানো হয়। এসময় ভাটা ও স মিল মালিকদের বিভিন্ন অপরাধের দায়ে মোট ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বিশেষভাবে সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, অপরিকল্পিত পুকুর খনন ও পরিবেশ দূষণকারী ইটভাটা নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

স/শা