বাগমারায় আগুনে পুড়ল কৃষকের পান বরজ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলায় সোমবার বিদ্যুতের আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে কৃষকদের পানবরজ। ঝরে তার ছিড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা হলেন শ্রীপুর গ্রামের আবদুর রহিম ও আফসার আলী।

স্থানীয়রা বলেন, গত রোববার রাতের ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে কৃষক আফসার ও রহিমের পানবরজের পড়ে। এসময় বিদ্যুৎ সরবরাহ ছিল না। সোমবার দুপুরে বিদ্যুৎ চালু হলে পানবরজের চাতালে ছিঁড়ে পড়া তারে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন পানবরজে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের পানবরজে কাজ করা শ্রমিক ও স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ততক্ষণে আগুনে দুই কৃষকের পানবরজ পুড়ে প্রায় ১৫ লাখ ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানিয়েছেন।

নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর বাগমারার ভবানীগঞ্জ আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখবেন।
স/শ