বাগমারায় অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে মজুত ও বিক্রির অভিযোগে হাফিজুর রহমান (২৫) নামে এক জাল ব্যবসায়ীর ৮ হাজার টাকা মুল্যের কারেন্ট জালসহ আটক করা হয়েছে। পরে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল পুড়য়ে ফেলা নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকতা শরিফ আহম্মেদ।

জানা গেছে, শুক্রবার তাহেরপুর হাটবারে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি চলছে এমন খবরের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন পুলিশের সহযোগীতায় তাহেরপুর বাজারে অভিযান চালায়। এসময় অভিযুক্ত হাফিজুর রহমানের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমান করা ও অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

স/অ