বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

Paris
জুন ২৭, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বাগমারা থেকে এক ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর নাম জাকারিয়া (১৮)। তিনি বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকার মোতাহার আলীর ছেলে।

র‌্যাব জানায়, বাগমারার গোয়ালপাড়া গ্রামের দিলালী আক্তার বর্ষার (২৪) স্বামী শারীরিকভাবে অসুস্থ্য। জাকারিয়া তাদের প্রতিবেশী। সে সুবাদে জাকারিয়া রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বর্ষাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩ জুন রাত ৮টার দিকে বর্ষা বাড়ির পাশে টয়লেটে গেলে জাকারিয়া পেছন থেকে জাপটে ধরে টেনে হিঁচড়ে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বর্ষার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত ২৬ জুন বুধবার রাতেই বর্ষা বাদি হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে র‌্যাব অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।
 

 

সর্বশেষ - রাজশাহীর খবর