বাগমারায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ


বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় একডালা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার একডালা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একডালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুর রহিম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান।

সহকারী শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, কাচারী কোয়ালী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হাটগাঙ্গোপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে নাফসিন নাজিয়া, ১০ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদা, মৌসুমী জান্নাত মিম, কৃতি শিক্ষার্থীদের মধ্যে সাদিকা নুর।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সোবাহান মন্ডল,আমজাদ হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম সহ একডালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ সামগ্রী প্রদান করা হয়। সেই সাথে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। এছাড়াাও ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় একডালা উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন অংশ গ্রহণ করবেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।