বাখমুত ছাড়বে না ইউক্রেন, আরও সেনা পাঠানোর নির্দেশ জেলেনস্কির

সিল্কসিটি নিউজ ডেস্ক :

ডনবাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহর বাখমুত রাশিয়ার হাতে ছেড়ে দেবেন না বলে আবারও ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টো সেখানে নতুন করে আরও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কোনো অঞ্চলকেই পরিত্যক্ত করে চলে যেতে পারেন না তারা।

বাখমুত নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক জেনারেলের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এরপরই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘আমি চিফ অব স্টাফকে বলেছি বাখমুতে থাকা সেনাদের সহায়তার জন্য সঠিক সেনাদের খুঁজে বের করার জন্য। ইউক্রেনের এমন কোনো অঞ্চল নেই যেটি আমরা পরিত্যক্ত করে চলে যেতে পারি। ইউক্রেনের এমন কোনো পরিখা নেই যেখানে আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব মূল্য পাবে না।’

বাখমুতে জেলেনস্কি নতুন করে সেনা পাঠানোর কথা বললেও, সেখান থেকে ইতোমধ্যে ইউক্রেনীয় সেনাদের কিছু অংশ চলে গেছে বলে খবর ছড়িয়েছে। তবে জেলেনস্কি এটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা এসব খবর ছড়াচ্ছেন, তারা আসলে এ ব্যাপারে কিছু জানেন না এবং যেখানে সেনা প্রত্যাহার বা নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে তাদের কোনো অ্যাক্সেস নেই।’

জেলেনস্কি হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা করবেন তারা। এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা অব্যাহত রাখব। যখন সময় আসবে আমরা আমাদের দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর স্বাধীন করব। ইউক্রেনীয়দের বিরুদ্ধে দখলদারদের চালানো প্রতিটা গুলির জবাব নেব, প্রতিটি জঘন্য কাজের জবাব নেব।’