মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান রিপাবলিকান গভর্নরের

Paris
নভেম্বর ১৭, ২০২০ ৯:১০ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ট্রাম্পের উচিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দায়ের করা অভিযোগগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা। ডিওয়াইন গতকাল সোমবার ওহিয়োতে এক বক্তব্যে এ আহ্বান জানিয়ে বলেন, “আমি এখন যেসব তথ্য পাচ্ছি তাতে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।”

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে এ নির্বাচনে ২৩২ ইলেকটোরাল ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

 

কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেন নি। তিনি কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন। এসব অভিযোগের বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে টেকেনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক