বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা ডিসিশন ডেস্কের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তবে এরই মধ্যে বাইডেনকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ‘ডিসিশন ডেস্ক’।

এক টুইট বার্তায় তারা জানায়, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানের ২০টি ইলেকটোরাল কলেজ ভোটসহ মোট ২৭৩টি পেয়েছেন তিনি। ফলে জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা না করা হলেও বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে জয়ের একেবারেই কাছে রয়েছেন বাইডেন।

দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন মাত্র ৬ ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন তিনি। আর ট্রাম্প ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২১৪টি।

সূত্র: ইত্তেফাক