বাংলা বর্ষবর‌ণের পোস্টার প্রকাশ ক‌রল চারুকলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলা বর্ষবর‌ণের পোস্টার প্রকাশ ক‌রেছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় চারুকলা অনুষদ। কভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভা‌বের কারণে এ বছর চারুকলা অনুষ‌দের ঐতিহ্যবাহী মঙ্গল ‌শোভাযাত্রাসহ সব অনুষ্ঠান বা‌তিল করা হ‌লেও রী‌তি অনুসা‌রে পোস্টার প্রকাশ করা হ‌য়ে‌ছে।

এবা‌রের বর্ষবর‌ণের মূল প্র‌তিবাদ্য নির্ধারণ করা হ‌য়ে‌ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ বাণী‌কে। পোস্টারটি প্রকাশ করা হয়ে‌ছে অনলাইনে।

পোস্টা‌রে মূল প্রতিপাদ্যের পাশাপাশি এবার এর ব্যাখ্যাও যুক্ত করা হ‌য়ে‌ছে। এজন্য আর্নেস্ট হেমিংওয়ের ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সি’ থেকে ‘মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না’- বাক্যটি ব্যবহার করা হয়ে‌ছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হো‌সেন বলেন, ‘প্রতিবছরই আমরা পোস্টার করি। এবারো করলাম। তবে এবার এটি করা হ‌য়ে‌ছে প্রতিপাদ্যের ব্যাখ্যাসহ। প্রতিবার প্রতিপাদ্যটি আমরা নানা মোটিভের মাধ্যমে তুলে ধরি। এবার সেটি হবে না বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’