বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারে ‘যদি’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরেছেন মাহমুদউল্লাহরা।

এর পরও সেমিফাইনালে যাওয়া এখনও অসম্ভব নয় বাংলাদেশের জন্য।  এ জন্য বাংলাদেশের সামনে বেশ কয়েকটি ‘যদি’ রয়ে গেছে।

শনিবার দুটি ম্যাচের ফলই গেছে বাংলাদেশের পক্ষে। যে কারণে এখনও সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যায়নি মাহমুদউল্লাহদের।

শ্রীলংকা ও ইংল্যান্ডের কাছে হারার পর ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ।

সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে যাওয়ার পর সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল টাইগারভক্তদের।

তবে পরিসংখ্যান বলছে, এখনও সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ।  তবে সমীকরণটা বেশ কঠিন।

সেমিফাইনালে খেলতে হলে বাকি দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এর পরও তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের জয়-পরাজয়ের দিকে।

সেই সঙ্গে ইংল্যান্ড গ্রুপ ওয়ানে নিজেদের সব ম্যাচ জিততে হবে।

শনিবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড এক অর্থে বাংলাদেশের সুবিধাই করে দিল।

একই ঘটনা দিনের অপর ম্যাচে। শ্রীলংকার পরাজয়ের প্রার্থনা করতে হয়েছিল টাইগার সমর্থকদের।  সেটিই হয়েছে।  হাসারাঙ্গার ইতিহাস গড়া হ্যাটট্রিকের দিনেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি শ্রীলংকা।

এই দুই ম্যাচের পর সেমিফাইনালে ওঠার সমীকরণে যেসব জয়ের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে, তা একনজরে দেখে নেওয়া যাক— 

* প্রথমত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে।

* শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে।

* অস্ট্রেলিয়াকে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

* আবার সেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে শ্রীলংকার।

(এ মুহূর্তের পয়েন্ট টেবিল)

এমনটা ঘটলে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটির এখন পয়েন্ট ৬।

বাকি সব ম্যাচ হেরে ৪ পয়েন্টেই তলানিতে থেকে যাবে দক্ষিণ আফ্রিকা। একইভাবে বাকি সব ম্যাচ হেরে দ. আফ্রিকার সমান ৪ পয়েন্টে থেকে যাবে অস্ট্রেলিয়াও।

শ্রীলংকার এখন পয়েন্ট মাত্র ২। তাই শুধু ওয়েস্ট ইন্ডিজকে হারালে  চারের বেশি পয়েন্ট হবে না লংকানদের। একইভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের পয়েন্ট ৪ করতে পারলেও লংকানদের কাছে হেরে গেলে আর এগোতে পারবে না।

অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও উইন্ডিজ সবাই ৪ পয়েন্ট করে থাকবে তখন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলে বাংলাদেশেরও পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে রানরেট কমবেশির ওপর ভিত্তি করে সেমিফাইনালের টিকিট কাটার সৌভাগ্য অর্জন করতে পারে বাংলাদেশ।

 

সূত্রঃ যুগান্তর