বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় অধিনায়কের দুঃসংবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাঝে আর মাত্র একদিন। ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এই সিরিজে নেতৃত্বের গুরুদায়িত্ব দেয়া হয়েছে ওপেনার রোহিত শর্মাকে।

 

সিরিজ শুরুর আগে শুক্রবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে চোট পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তার চোট অতটা গুরুতর নয়। তারপরও রোহিত শর্মার চোটে উদ্বিগ্ন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার অনুশীলনের সময় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সঙ্গে নেটে থ্রো প্রাকটিস করছিলেন রোহিত। হঠাৎ করেই লাফিয়ে ওঠা একটি বল রোহিতের উরুতে আঘাত হানে। ঘটনার পর প্র্যাকটিস চলাকালীনই মাঠ ছাড়েন রোহিত।

এরপর আর এদিনের জন্য অনুশীলনে ফেরেননি ৩২ বছর বয়সী ভারতীয় এ ওপেনার। তবে রোহিতের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।