নিয়ামতপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেশ আর তলাবিহীন ঝুড়ি নয়, এখন সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, দেশ এখন সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ। করোনা মোকাবেলায় বাংলাদেশ এশিয়া মহাদশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং সারা বিশে^র মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ সারা বিশে^র মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কারণ বাংলাদেশের আগে যে চারটি দেশ রয়েছে চার দেশ মিলে মোট জনসংখ্যা ৩ কোটির মত আর বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি।

রবিবার (১৭ জুলাই) সকালে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাধন চন্দ্র মজুমদার এমপি আরো বলেন, দেশের এখনো অনেক উন্নয়ন কাজ বাকি আছে। সেই কাজটি আওয়ামী লীগ করছে, আগামীতেও করতে চায়। শেখ হাসিনা আগামীতেও মতায় থেকে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এটি আপনারা-আমরা সকলে চাই। কারণ শেখ হাসিনা মতায় থাকলে দেশের মানুষ ভালো, নিরাপদে ও শান্তিতে আছে। সেই কারণে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগের মতো অপরিহার্য দল বাংলাদেশ আর নেই।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সরকার কামাল হোসেন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গুড়িহারী শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বনগাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির ৭২তম জন্মদিন উৎযাপন অনুষ্ঠানে যোগদেন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এস/আই