বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত জাপানি কোম্পানির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানের পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি বাংলাদেশে তাদের সব ধরনের ব্যবসায়িক ভ্রমণ স্থগিতের পরিকল্পনার কথা জানিয়েছে। দেশটির অন্যতম তৈরি পোশাক বিক্রেতা ব্রান্ড ইউনিক্লোর এক মুখপাত্র এ কথা জানান।

গত শুক্রবার (০১ জুলাই) রাতে ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালিয়ে যে ১৭ বিদেশিকে হত্যা করে সন্ত্রাসীরা, তাদের ৭ জন জাপানি নাগরিক। এদের ৬ জন ঢাকায় মেট্রোরেল প্রকল্পের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাকিদের ১ জন ভারতীয় এবং অন্য সবাই ইতালীয় নাগরিক।

ভয়াবহ ওই হামলা ও হত্যার ঘটনার পরদিন শনিবার (০২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান ইউনিক্লোর ওই মুখপাত্র।

ইউনিক্লোর মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আরো জানায়, বাংলাদেশে অবস্থানরত কোম্পানির ১০ প্রতিনিধিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

সূত্র: বাংলামেইল