বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও জনশক্তি রয়েছে : শিল্পমন্ত্রী

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও জনশক্তি রয়েছে যার কারণে সিএইচটির মতো অন্য বিদেশি কম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। মেঘনা গ্রুপের ইকোনোমিক জোন দেশিবিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল হয়েছে।

আজ মঙ্গলবার সোনারগাঁয়ের টিপুরদীতে অবস্থিত মেঘনা গ্রুপের ইকোনোমিক জোনে সিএইচটি গ্রুপের ক্যামিকেল কারখানার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মজিদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ইকোনোমিক জোনগুলোতে ভালো পরিবেশ থাকায় বিদেশি কম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, বাংলাদেশে অবস্থিত জার্মানের রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, সিএইচটি গ্রুপের চেয়ারম্যান ফ্রাঙ্ক নাউম্যান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম প্রমুখ। সূত্র; কালের কণ্ঠ