মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে ৭১ বছর

Paris
এপ্রিল ২৫, ২০১৭ ৭:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে।  মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭১ দশমিক ৬ বছর হয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস। দেশে এখন নারীদের বর্তমান গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
২০১৫ সালে বাংলাদেশিদের গড় আয়ু  ছিল ৭০ বছর ৯ মাস। ২০১৪ সালের হিসাবে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এর আগের বছর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৪ মাস। |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) একনেক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
তিনি বিবিএসের তথ্যের বরাত দিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা তার আগের বছর ছিল ৭২ বছর।’
মন্ত্রী বলেন,‘বিশ্বে বর্তমান গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি।’ এটি আমাদের জন্য ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

তথ্য: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়