বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক যিনি

প্রায় চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। যদিও ওয়ার্নার, ফিঞ্চ, ম্যাক্সওয়েলের মতো দলটির প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারই আসেননি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সেখান থেকে বাংলাদেশে উড়ে এসেছে অসিরা। হাঁটুর ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই শেষ ম্যাচগুলো খেলতে পারেননি ফিঞ্চ। তাকে চলে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়।

যে কারণে দলের সঙ্গে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই অধিনায়কের নাম ঘোষণা না করেই বাংলাদেশে আসতে হয়েছে টিম অস্ট্রেলিয়াকে। এ তিনদিনে কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমেও টি-টোয়েন্টি সিরিজে নাম নতুন অধিনায়কের নাম ঘোষণা করছিল না।

অবশেষে ম্যাচ শুরুর একদিন আগে  তারা ঘোষণা করল অধিনায়কের নাম।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয় দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। যদিও ফিঞ্চের অনুপস্থিতিতে পোলার্ড-লুইসদের বিপক্ষে অ্যালেক্স ক্যারেকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

সোমবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাথু ওয়েডকে অধিনায়কত্ব দিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

 

সূত্রঃ যুগান্তর