বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে যা বলল উইন্ডিজ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ১৪২ রানের মামুলি স্কোর গড়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পায় ক্যারিবীয়রা। শুক্রবার (২৯ অক্টোবর) আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান বলেন, আসলে এই জয়ে অভিজ্ঞতাও একটা ব্যাপার আছে। আমাদের অভিজ্ঞ বোলারদের ওপর বিশ্বাস ছিল। তারা সত্যিই দারুণ বোলিং করেছে।

তিনি আরও বলেন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে পরাজয়ের কারণে আমরা খুবই চাপের মধ্যে ছিলাম। আজ আমাদের জয়টা খুবই প্রয়োজন ছিল। তাছাড়া অধিনায়ক কায়রন পোলার্ডের শারীরিক অবস্থা ভালো নেই। মেডিকেল টিম এখনও তার সঙ্গে কাজ করছে। অথচ দলের কথা চিন্তা করেই পোলার্ড শেষ বলে ছক্কা মারতে ফিরে এসেছে। আমরাও এমন হওয়ার চেষ্টা করব।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (নিকোলাস পুরান ৪০, রোস্টন চেজ ৩৯, কায়রন পোলার্ড ১৪; শরিফুল ইসলাম ২/২০, মেহেদি হাসান ২/২৭, মোস্তাফিজ ২/৪৩)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (লিটন দাস ৪৪, মাহমুদউল্লাহ ৩১*, সৌম্য সরকার ১৭, মোহাম্মদ নাঈম ১৭)।

ফল: উইন্ডিজ ৩ রানে জয়ী।-সূত্র :যুগান্তর