বাংলাদেশের চেয়ে ভালো আয়ারল্যান্ড-স্কটল্যান্ড!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চেয়েও ভালো পজিশনে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ক্রিকেট দল।

২০১০ থেকে ২০১৯ সাল এই এক দশকে ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক থেকে বাংলাদেশের চেয়েও এগিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।গত এক দশকে বাংলাদেশ দল ১৬২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৭০টিতে জয় পেয়েছে। জয়ের হার ৪৪.৫৮ শতাংশ। অথচ আইসিসির নতুন টেস্ট মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড ক্রিকেট দল ওয়ানডেতে ১১২ ম্যাচে অংশ নিয়ে ৫০টিতে জয় পেয়েছে। তাদের জয়ের হার ৪৭.৬৬ শতাংশ।

আর স্কটল্যান্ড গত ১০ বছরে ৭৫ ম্যাচ খেলে ৩২টিতে জয় পায়। জয়ের হার ৪৫.১৩ শতাংশ।

গত এক দশকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে শ্রীলংকা। লংকানরা সর্বোচ্চ ২৫৬ ম্যাচে অংশ নিয়ে ১১৩টিতে জয় পেয়েছে। জয়ের হার ৪৭.১০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ ২৪৯ ম্যাচ খেলেছে ভারত। বিরাট কোহলিরা ৬৬.১১ গড়ে ১৫৭ ম্যাচে জয় পেয়েছে। তৃতীয় সর্বোচ্চ ২১৮ ম্যাচে অংশ নিয়ে ১২৩টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। আর ২১৬ ম্যাচে অংশ নিয়ে ১২৫টিতে জয় পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।