বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে কনওয়ের শতক

শনিবার ভোরে শুরু হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। দলীয় মাত্র ১ রানে অধিনায়ক টম লাথামকে হারালেও ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে।

প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৮৪ রান। ডেভন কনওয়ে ১০০ ও রস টেলর ২৭ রানে ব্যাট করছেন। লাথামকে (১) ফিরিয়েছিলেন শরিফুল ইসলাম। এরপর ১৩৮ রানের জুটি গড়েন উইল ইয়ং ও কনওয়ে। ৫২ রান করে রানআউট হয়ে সাজঘরে গেছেন ইয়ং।

এখন পর্যন্ত ৬৬ ওভার খেলা হয়েছে। ওই ৬৬ ওভারে মাত্র একটি উইকেট পেয়েছেন বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ ১৭, এবাদত হোসেন ১৫ ও মেহেদি হাসান মিরাজ ২০ ওভার বোলিং করেও কোনো উইকেটের দেখা পাননি। শরিফুল ইসলাম ম্যাচের চতূর্থ ওভারে লাথামের উইকেটটি নিয়েছিলেন। এরপরের ৬২ ওভারে উইকেট পাননি কোনো বাংলাদেশি বোলার।

 

সূত্রঃ কালের কণ্ঠ