সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি।
শনিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ১ ও ২ এর মাধ্যমে ৮৭ জন বিদেশি নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) জোহর ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদন্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসী তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
সূত্র: যুগান্তর