বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দীপক চাহারের বিশ্বরেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অঘোষিত ফাইনালে দীপক চাহারের পেস তোপে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলেন টাইগাররা। তবে মূলত তিনি একাই সেই স্বপ্ন ভেস্তে দেন।

তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের নেপথ্য নায়ক দীপক। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। সেই সঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়েন তিনি।

রোববার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩.২ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন দীপক। এটিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স। এ নিরিখে তিনি ভেঙেছেন শ্রীলংকার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড। মাত্র ৮ রান খরচায় ৬ উইকেট নিয়ে ৭ বছর ধরে রেকর্ডটি দখলে রেখেছিলেন তিনি। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ কীর্তি গড়েন লংকান মায়াবি স্পিনার।

অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেয়া দ্বিতীয় ভারতীয় বোলার দীপক। তার আগে যুজবেন্দ্র চাহাল এ কৃতিত্ব গড়েন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নেন তিনি।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে দুবার ৬ উইকেট নেয়ার নজির রয়েছে অজন্তার। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট নেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারবার বোলারদের ৬ উইকেট নিতে দেখেছে ক্রিকেটবিশ্ব।