বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল আফগানিস্তান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

র‍্যাংকিং বলুন আর পরিসংখ্যান বলুন, সব দিক দিয়েই টি-টোয়েন্টিতে আফগানিস্তানের থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে যে বিধ্বংসী পারফর্মেন্স দেখিয়েছে আফগানরা, তাতে যথেষ্ট চিন্তার কারণ আছে বাংলাদেশের জন্য। কারণ প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মতো দলের কাছে প্রায় হারতে হারতে জিতেছে বাংলাদেশ।

এমতাবস্থায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে সাকিব আল হাসানদের ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। দুই দলই নিজেদর সর্বশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে। ইয়াসিন আরফাতের চোটে শেষ মুহূর্তে আবু হায়দারকে দলে নিয়েছিল বাংলাদেশ। তবে একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।