বাঁশবাড়ি বস্তির আগুন এখনও পুরোপুরি নেভেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বস্তির আগুন নেভানো সম্ভব হয়নি।

 

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মো. ফরিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন নেভানোর কাজ শেষ হয়নি। ’

 

তিনি আরও বলেন, ‘বস্তিতে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও জানা যায়নি। ‘

সূত্র: বাংলা ট্রিবিউন