বর্ণবাদী আচরণে চীনা খেলোয়াড়ের ৬ ম্যাচে নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাইনিজ সুপার লিগে (সিএসএল) সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বার সঙ্গে বর্ণবাদী আচরণকারী এক চীনা ফুটবলারকে শুক্রবার ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চ্যাংসুন ইতাই’র মিডফিল্ডার ঝাং লি-কে ৪২ হাজার ইয়েন জরিমানা করেছে চাইনিজ ফুটবল এসোসিয়েশন (সিএফএ)। অবশ্য এই শাস্তি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ণবাদী আচরণের বিষয়টি উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে সিএফএ জানায়, ‘খেলার স্বাভাবিকতা, বিশৃঙ্খলা এবং নেতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টির দায়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গত শনিবার ঝাং এবং ডেম্বাবা’র সাংহাই সিনহুয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে চেলসির সাবেক স্ট্রাইকার ডেম্বা বার সঙ্গে সতীর্থ এক খেলোয়াড়ের ধাক্কা লাগার ঘটনায় ঝাং তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। এ বিষয়ে অবশ্য জনসমক্ষে কোন মন্তব্য করেননি ৩৩ বছর বয়সী ডেম্বা বা। কিন্তু নিজের টুইটার একাউন্টে এ বর্ণবাদ বিরোধী একটি মন্তব্য টুইট করেছেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিনহুয়ার কোচ উ জিনগুই বলেন, ‘ইতাই’র একজন খেলোয়াড় অপমানকর ভাষা ব্যবহার করেছে।’