বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেতার সাংবাদিকতায় ক্যারিয়ার শীর্ষক ডায়ালগ

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বেতার সাংবাদিকতায় ক্যারিয়ার: বাস্তবতা ও প্রস্তুতি’ শীর্ষক ‘জেসিএমএস ডায়ালগ-২’ অনুষ্ঠিত হয়েছে। জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে কাজলা ভবনে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টিপেনডেন্ট টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক মোস্তাফিজ গনি। তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে বেতার সাংবাদিকতার প্রস্তুতি ও চ্যালেঞ্জ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. রাশেদুল হক, বিভাগের প্রভাষক ছালমা জান্নাত ঊর্মি, জোবায়দা শিরিন জ্যোতি, মঈনুল ইসলাম রাকীব, রাজশাহী বিশ্বিবদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াজীম পলাশ। এছাড়াও, বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/শা