বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল’র মুভার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের আয়োজনে এবং মুভার প্রোগ্রাম,ইউএনডিপি  বাংলাদেশ ও দি আর্থ সোসাইটি এর সহযোগিতায় ‘মুভার্স ওয়ার্কশপ অন এসডিজি-৪:কোয়ালিটি এডুকেশন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উক্ত ওয়ার্কশপে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী মায়শা নওশিন,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.মাহমুদ হাসান এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থী মো.সাইফুল ইসলাম।
এ সময় ফ্যাসিলিটেটররা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-৪ ‘গুনগত শিক্ষা’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জেএ/এফ