ববি উপাচার্য হলেন রাবি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন

নিজস্ব প্রতিবেদক, রাবি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন। রাষ্ট্রপতি ও ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ রবিবার (৩ নভেম্বর) ‘বরিশাল  বিশ্ববিদ্যালয় আইন-২০০৬’ এর ১০ (১) ধারা অনুসারে আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে এর আগেও এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর মেয়াদ শেষ হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে বিদায় নেন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। এরপর থেকে এ বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য ছিল না।

স/শা