বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চায় রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক :

বন্যা কবলিত এলাকার মানুষদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই রাজশাহী কলেজ পরিবার। এ কর্মসূচীকে সামনে রেখে বুধবার দুপুর ২ টায় রাজশাহী কলেজ শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের ২৬ টি কো-কারিকুলার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ অংশগ্রহন করে। সভায় ২৬ টি সংগঠনসহ রাজশাহী কলেজ পরিবার দেশের উত্তরাঞ্চলের ৩ টি স্পটে ত্রান সামগ্রী বিতরনের লক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

এর অংশ হিসাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম, নীলফামারি ও নওগাঁর মান্দা থানায় বণ্যাকবলিত এলাকায় ত্রানসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী সহ কলেজের ২৬ টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

স/অ